চা-শ্রমিকদের মজুরি ৪০২ নাকি ১৫৮ টাকা?

চা-শ্রমিকরা দৈনিক কত তা এখন জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ, চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদের দাবি, ১২০ টাকা মজুরি হলেও দ্রব্য ও সেবার টাকা হিসাব করলে মাঠ পর্যায়ের একজন চা-শ্রমিক প্রতিদিন ৪০২ টাকা এবং কারখানা পর্যায়ের একজন শ্রমিক ৩৭১ টাকা পাচ্ছেন।  

তবে চা-শ্রমিকরা বলছেন, এসব মালিকপক্ষের মনগড়া হিসাব। সরকারকে বিভ্রান্ত করতে তারা এমন তথ্য দিচ্ছে।

এদিকে চা-শ্রমিকদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সন্তানদের সংগঠন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদ (ইউটিএসও) বলছে, মূল মজুরির বাইরেও মালিকপক্ষের দেওয়া সেবাগুলোকে বিবেচনায় নেওয়া হলেও সর্বসাকুল্যে মজুরি দাঁড়ায় ১৫৮.২০ টাকা।

মালিকরা যেসব সুযোগ-সুবিধাকে মজুরি দাবি করছেন, তা বাংলাদেশ শ্রম আইনের ২ ধারার ৪৫ উপধারা অনুযায়ী করা যায় না।

Share this news on: