যেসব ভোগ্যপণ্যের দাম কমছে

ডলারের দাম স্থিতিশীল হতে শুরু করায় নিয়ন্ত্রণে আসছে ভোগ্যপণ্যের বাজার। পাইকারি পর্যায়ে সব ধরনের ভোগ্যপণ্যের দামও কমতে শুরু করেছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় ক্রেতাশূন্য বাজারে প্রতি মণ সয়াবিনে ৪০০ এবং পাম অয়েলে ৩০০ টাকা কমেছে।

একই সঙ্গে কমেছে আদা-রসুন-পেঁয়াজ-চিনি এবং ডালের দামও।মাত্র একদিনের ব্যবধানে শনিবার (২৭ আগস্ট) প্রতি মণ সয়াবিনের দাম ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬ হাজার ৬০০ টাকা দরে। একই সঙ্গে পাম অয়েল এবং সুপার সয়াবিনে ৩০০ টাকা করে কমেছে। তবে ব্যবসায়ীদের দাবি, সরকার সম্প্রতি প্রতি লিটার সয়াবিনে ৭ টাকা করে দাম বাড়িয়েছে।

অথচ একই সময়ে পাইকারী পর্যায়ে আরও কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছিল।টাকার বিপরীতে ডলারের রেট কমার পাশাপাশি ক্রেতা না থাকায় এক সপ্তাহে কেজিতে অন্তত ৩ টাকা কমেছে সব ধরনের ডালের দাম।

Share this news on: