রংপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

গত ১৫ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ‌্যা ৬টা থেকে রোববার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুরে সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দিনাজপুরে ৬৩, সৈয়দপুরে ৪৩, রাজারহাটে ৫৮, ডিমলায় ৩৭, তেঁতুলিয়ায় ২৫, চট্টগ্রামে ৩৫ এবং সিলেটে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছেআজ রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

 ঘণ্টায় অর্থাৎ ৩ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। যার কারণে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। 

Share this news on: