ছদ্মবেশে ঢাকা মেডিকেলে দুদক

দালালের মাধ্যমে অবৈধ আর্থিক সুবিধা নিয়ে বহির্বিভাগের রোগীদের বিভিন্ন কাজ করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেশ কয়েকজন কর্মচারী। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও দুদকের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কর্মচারী ও অনেক দালাল পালিয়ে গেছে বলে জানা যায়।

রোববার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার ও মোহাম্মদ নুর আলম সিদ্দিকী সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news on: