বাসের ভাড়াও কমলো ৫ টাকা

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট-হাটহাজারী রুটে চলাচলকারী দ্রুতযান স্পেশাল সার্ভিস বাসের ভাড়া পাঁচ টাকা কমানো হয়েছে। আগে এই রুটের ভাড়া ছিল ৪৫ টাকা। ভাড়া কমিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে ৪০ টাকা করে নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান  বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, তেলের দাম বাড়ানোর পর এই রুটে ভাড়া নেওয়া হতো ৪৫ টাকা করে। দ্রুতযান স্পেশাল সার্ভিসের চলাচল করা যাত্রীদের দাবি ও তেলের দাম কমায় ভাড়া পাঁচ টাকা কমানো হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, তেলের দাম কমার পর সব রুটের ভাড়াই সমন্বয় করা হবে।

এদিকে ভাড়া কামানোয় হাটহাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এই রুটের যাত্রীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন শাহজাহান।

Share this news on: