ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের কথা শুনবেন প্রধানমন্ত্রী

দেশের চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

জানা গেছে, মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকায় উন্নীত করার পর চা বাগান শ্রমিকদের কাছে চাওয়া-পাওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এ কনফারেন্স করবেন। এ সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কথা শুনবেন।


প্রকৃতির নানা প্রতিকূলতাকে সঙ্গী করে যুগ যুগ ধরে চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলে দেশের উন্নয়নের ধারার সঙ্গে জড়িত।

মজুরি বাড়ানোর দাবিতে টানা ১৯ দিন কর্মবিরতি ও আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন। মালিকপক্ষ প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের মজুরিসহ দৈনিক প্রাপ্যতার যে হিসেব দিয়েছে তা মানতে রাজি নন তারা। শ্রমিকরা মালিক পক্ষের গোঁজামিলের হিসেবের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Share this news on: