চাকরি ফেরতের দাবিতে স্ত্রী-বাচ্চাসহ রাস্তায় টিপকাণ্ডের নাজমুল! সরাসরি..

রাজধানীর ফার্মগেট এলাকায় টিপকাণ্ডে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক তার চাকরি ফেরতের দাবিতে কোলে দেড় মাসের বাচ্চা নিয়ে স্ত্রীসহ রাস্তায় নেমেছেন। নাজমুলের দাবি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন লতা সমাদ্দার। এ অপরাধে তার বিচার চান তিনি। এমনকি ওই ঘটনার সত্যতা যাচাইয়ে তার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ প্রচারেরও দাবি জানান তিনি।

বুধবার দুপুরে স্ত্রী ও দেড় মাসের শিশুসন্তান নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার লিখে এসব দাবি জানান নাজমুল তারেক।

নাজমুল তারেক সেদিনের পুরো ঘটনা তুলে ধরে বলেন, ‘আমি সেদিন বাসা থেকে সকাল ৮টার দিকে বের হয়েছিলাম। বাসা থেকে বের হয়ে সেজান পয়েন্ট দিয়ে আনন্দ সিনেমা হলের রাস্তার দিকে যাচ্ছিলাম। ওইদিন সরকারি নিয়োগ পরীক্ষা ছিল বলে রাস্তায় অনেক জ্যাম ছিল। এজন্য আমি উল্টো রাস্তা দিয়ে আসছিলাম। উল্টো রাস্তায় আসার জন্য আমি দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

Share this news on: