রাশিয়ার শাস্তি চান জেলেনস্কি, ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার দাবি

টানা সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে ইউক্রেন অনেকটা বিপর্যস্ত হলেও পশ্চিমা অস্ত্র দিয়ে তারাও পাল্টা জবাব দিয়ে চলেছে। তবে মিত্র দেশগুলোর মতো যুদ্ধ ক্ষেত্রের বাইরে রাশিয়ার বিরুদ্ধে বেশ সরব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার তিনি জাতিসংঘের সাধারণ পরিষধের অধিবেশনে একটি ভিডিও ভাষণ দিয়েছেন। সেখানে বিশেষ জাতিসংঘ ট্রাইব্যুনালের কাছে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার ‘ন্যায্য শাস্তি’ দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি।

একইসঙ্গে রাশিয়াকে আর্থিক জরিমানা এবং নিরাপত্তা পরিষদে মস্কোর ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ারও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Share this news on: