উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া দক্ষিণ দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা কোরিয়া ভাগ হওয়ার পর প্রথমবারের মতো দুই দেশের সমুদ্রসীমা অতিক্রম করেছে।
স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে এবং উলেউংডো দ্বীপের কাছে পানিতে অবতরণ করে।

এ ঘটনায় সেখানকার বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, বুধবার সকালে পিয়ংইয়ং তার পূর্ব উপকূল থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

প্রেসিডেন্ট পিয়ংইয়ংয় সর্বশেষ উৎক্ষেপণের জন্য দ্রুত প্রতিক্রিয়া দেয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার সকালে দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয় কর্তৃপক্ষই ক্ষেপণাস্ত্রগুলো রেকর্ড করেছে, যার মধ্যে একটি উত্তর সীমারেখা লঙ্ঘন করেছিল।
এই ক্ষেপণাস্ত্রটি সামুদ্রিক সীমানার প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) দক্ষিণে, দক্ষিণ কোরিয়ার শহর সোকচো থেকে ৫৭ কিলোমিটার পূর্বে এবং উলেংডো দ্বীপের ১৬৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে পড়েছিল।

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ অবিলম্বে মিশাইল নিক্ষেপের নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
পিয়ংইয়ং এই সপ্তাহে উপদ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে সতর্ক করার একদিন পরে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

Share this news on: