নারীদের ঘরে বন্দী করে রেখেছিল জামায়াত: রেলমন্ত্রী

বিএনপি-জামায়াত জোট ধর্মের নামে ও ধর্মের কথা বলে নারীদের ঘরে বন্দী করে রেখেছিল বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শুক্রবার পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ধর্মীয় অনুশাসনের অপপ্রয়োগ, সামাজিক অবস্থা, অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারের ফলে সমাজে বৈষম্য বাড়ে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীদের সমাজে অবদান রাখতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বৈরী পরিবেশের মধ্যেই অনেকগুলো কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীতে নারীরা পুরুষের সমান অবদান রাখছেন জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। 

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ড, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস আলী, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

 

 টাইমস/এমএএইচ/এসআই

 

Share this news on: