আর্জেন্টিনার বিশ্বকাপ জয় চায় ব্রাজিলও!

বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। তবে, কাতারে শুরু হওয়া ৩২ দলের ফিফার সর্বোচ্চ আসরের লড়াইয়ের উন্মদনা এখন চার দলে নেমে এসেছে। শেষ হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্ব। টুর্নামেন্টের সেরা চার দল নামবে সেমিফাইনালের লড়াইয়ে।

প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে (১৪ ডিসেম্বর) মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। আগামীকাল রাতে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও মরোক্কো।

সেমিফাইনালের চার দলের দুইটি ইউরোপের, একটি ল্যাটিন আমেরিকার এবং একটি আফ্রিকার। অর্থাৎ এবারের সেমিফাইনালের লড়াই তিন মহাদেশের।

এবারের আসরে ইউরোপীয় গতি এবং আফ্রিকান উত্থান থামিয়ে ল্যাটিন আমেরিকার ফুটবল শৈলীর বিজয় হবে বলেই মনে করছেন ল্যাটিন ভক্তরা। আর ল্যাটিন ফুটবলের নান্দকিতার বিজয়ের দায়িত্ব এখন আর্জেন্টিনার কাঁধে।

যদিও এবারের আসরে ফেবারিট হিসেবেই শুরু করেছিল আরেক ল্যাটিন পরাশক্তি ব্রাজিল। তবে বিগত কয়েক আসরের মতো এবারও ইউরোপিয়ান গেরো ছাড়াতে পারেনি তারা। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

তবে নিজেরা বিদায় নিলেও ল্যাটিন ফুটবলের বিজয় দেখতে চায় সেলেসাওরা। তাই নিজেরা ছিটকে যাওয়ার পর বিশ্বকাপ জয়ে ব্রাজিলিয়ানদের সমর্থন এখন আর্জেন্টিনাকে।

অর্থা মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তারা ল্যাটিন ফুটবলের বিজয়ে সবাই ঐক্যবদ্ধ, সেটিও আবারও প্রমাণিত। শুধু সাধারণ ফুটবল প্রেমী ব্রাজিলিয়নরা নয়, দেশটির খোদ ফুটবল সংশ্লিষ্টরাও চাইছেন বিশ্বকাপ জিতুকে আর্জেন্টিনা।

সেমাবার স্পোর্টস সেন্টাল ব্রাজিলে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রতি সমর্থনের কথা জানান, দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে।

তিনি বলেন, “আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।”

এর আগে, বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তারাও ল্যাটিন আমেরিকার ফুটবলের জয় চায়। তাই নিজেরা ছিটকে গেলে ব্রাজিলকে সমর্থন দেবেন।

স্কালোনি বলেন, “আমি ল্যাটিন আমেরিকান ফুটবলের বড় ভক্ত। আমার প্রচুর ব্রাজিলিয়ান বন্ধু আছে। আর্জেন্টিনা যদি না পারে তাহলে আমি চাইব লাতিন আমেরিকার কোনো দল জিতুক (বিশ্বকাপ)। কেউ অন্যভাবে ভাবলে ভুল করবে। ওরা (ব্রাজিল) ভালো খেলে দুটি ম্যাচ জিতেছে, তাদের অভিনন্দন জানাই।”

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024