গরম ভাতে শুধু ঘি নয়, মুখেও মাখুন ঘি!

শীতে ত্বকের পরিচর্যা করতে গিয়ে অনেকেই ক্লান্ত হন। ত্বক শুকিয়ে যায়, অনুজ্জ্বল হয়ে যায়। এই পরিস্থিতিতে একটি মাত্র জিনিস ত্বকের বহু সমস্যার সমাধান করতে পারে। সেটি হল ঘি।

কীভাবে ত্বকের প্রয়োজনে ব্যবহার করবেন ঘি? কীভাবে ময়েশ্চারাইজার হিসাবেও ঘি ব্যবহার করা যায়? জেনে নিন, সহজ কয়েকটি নিয়ম।

এ জন্য ঘি দিয়ে বানাতে হবে একটি ফেসপ্যাক। দেখে নিন, কীভাবে বানাবেন সেটি। আর কীভাবেই বা ব্যবহার করবেন।

এই ফেসপ্যাক তৈরি করতে প্রথমেই লাগবে ১ চা চামচ ঘি, ১ চা চামচ বেসন এবং এক চিমটে হলুদ। এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিন। তাহলেই ফেসপ্যাক তৈরি।

প্রথমে গরম পানি গিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। তার পরে এই মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে নিন। কিছু ক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

শুধুমাত্র শুকনো ত্বকের সমস্যাই নয়। ঘিয়ের এই মিশ্রণ মুখে লাগালে চোখের নীচের কালো দাগ দূর হবে। তাছাড়া ঠোঁট ফাটার সমস্যাও কমবে এর ফলে। 

Share this news on: