গুলশানের বহুতল ভবনে আগুন লেগেছিল কীভাবে ?

রাজধানীর গুলশানে বহুতল ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার সকালে ভবনটিতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। তল্লাশি চালিয়ে কারও মরদেহ পাওয়া যায়নি।

দুপুরের দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আবদুল আহাদ। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল।’

অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময়ে তাঁরা ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান বলে জানায় পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

Share this news on: