রোগীদের হয়রানি করবেন না, চিকিৎসকদের রাষ্ট্রপতি

রোগীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করার জন্য চিকিৎসকদের জোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, কোনো প্রয়োজন ছাড়া বড় বড় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি করবেন না। অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে।

সোমবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রোগাক্রান্ত মানুষ সৃষ্টিকর্তার পর চিকিৎসকের ওপর ভরসা রাখেন। তাই, চিকিৎসকদের ভালো ব্যবহার ও সেবা যেকোনো রোগীর পরম কাম্য।

তিনি বলেন, কিছু অসাধু ও প্রতারক চিকিৎসকের জন্য যেন গোটা চিকিৎসক সমাজের সুনাম ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। গণমাধ্যমে প্রায়ই দেখা যায়, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাসপাতাল ও ক্লিনিকগুলো রোগীদের জিম্মি করে ব্যবসা করে। এসবের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।


Share this news on: