অক্সিজেন বোতলজাত করার সময় অতিরিক্ত চাপে সীতাকুণ্ডে বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় অক্সিজেন বোতলজাত করার সময় অতিরিক্ত চাপেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। সোমবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ৯টি সুপারিশও করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তে অনেক বিষয় উঠে এসেছে। এ দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের অনেক গাফিলতি বা ত্রুটি ছিল। যার কারণে এ বিস্ফোরণ ঘটছে। কী কী গাফিলতি ছিল তা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এ কারখানায় শিল্প-কারখানার জন্য অক্সিজেন বোতলজাত করা হয়। অক্সিজেন বোতলজাত করার সময় অতিরিক্ত চাপের কারণেই এ বিস্ফোরণ ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ জন্য নয়টি সুপারিশ করা হয়েছে।’

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, এ বিষয়ে বিকাল ৩টায় প্রেস ব্রিফিং করা হবে।

গত ৪ মার্চ সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাত জন নিহত হন। আহত হন ৩০-৩৫ জন। ঘটনার দিনই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।

Share this news on: