যে তিন টোটকায় মুহূর্তেই কমতে পারে পেটব্যথা

প্রয়োজনে-অপ্রয়োজনে পেট ভরাতে বাইরের খাবারেই ভরসা রাখতে হয় অনেকের। দু’এক দিন বাইরের তেল-মশলা দেয়া খাবার খেলে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু নিয়মিত এমন চলতে থাকলে মুশকিল।

ভোজনরসিক অনেকেই রয়েছেন যারা বাইরে বের হলে রেস্তোরাঁয় না ঢুকে বাড়ি ফিরতে পারেন না। তার পর হঠাৎই কোনো ইঙ্গিত ছাড়া শুরু হয়ে যায় প্রচণ্ড পেটব্যথা। মাঝেমাঝে ব্যথার তীব্রতা এমন জায়গায় পৌঁছায় যে, ওষুধ খেয়েও স্বস্তি পাওয়া যায় না। ওষুধ যদি কাজ না করে, তা হলে পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া টোটকার উপর। এমনই তিনটি ঘরোয়া টোটকার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পেপারমিন্ট চা : পেটে ব্যথার সময়ে পেপারমিন্ট চা দারুণ কাজ দেয়। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বদহজম, পেটব্যথার শারীরিক সমস্যা লেগেই থাকে। শুধু খাওয়া-দাওয়া নয়, দৈনন্দিন জীবনের কিছু অনিয়ম এমন কিছু সমস্যা ডেকে আনে। সেগুলো কমাতে সাহায্য করে পিপারমেন্ট টি। যাদের পেটের গোলমাল রয়েছে, এই চা খেলে সত্যি উপকার পাবেন।

দই : ব্যাকটেরিয়া সংক্রমণ অনেক সময়ে পেট ব্যথার কারণ হতে পারে। ব্যথার সঙ্গে লড়তে ভরসা রাখতে পারেন টক দইয়ের উপর। দইয়ে রয়েছে প্রোবায়োটিক। এই উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। সংক্রমণের ঝুঁকি কমায়। তাই মাঝে-মাঝেই যদি পেটব্যথা হয়, তা হলে রোজ অল্প করে দই খাওয়ার অভ্যাস করুন।

আদা : পেট ব্যথা এবং পেটের গোলমাল থেকে দূরে থাকার অন্যতম পথ হল আদা। বমি ভাব এবং সঙ্গে পেটে ব্যথা কমাতে আদার জুড়ি মেলা ভার। প্রদাহজনিত সমস্যা কমাতে আদা সত্যিই ভীষণ উপকারী। রান্নায় তো আদা ব্যবহার করবেন বটেই, তবে প্রচণ্ড পেটে ব্যথায় আদা দিয়ে চা বানিয়েও খেতে পারেন। শরীরের সব রকম প্রদাহ দূর করতে সাহায্য করে আদা। উপকার পাবেন।

Share this news on: