গাজাজুড়ে ফের ইসরায়েলি হামলা শুরু, ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিরোধ

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা শুরু করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলার পাশাপাশি চলছে রকেট হামলা। গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত এবং বুরেইজি শরণার্থী শিবিরের সামনে অবস্থানরত ট্যাংকগুলো থেকে চলছে গোলাবর্ষণ। জবাবে সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতৃত্বে তীব্র প্রতিরোধ যুদ্ধ ছড়িয়ে পড়েছে গাজা সিটিসহ উত্তর গাজায়। খবর আলজাজিরা।

স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় দ্বিতীয় দফায় বাড়ানো এক দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এর আগে চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ প্রথম দফায় বাড়ানো হয়েছিল দুদিন। গত শুক্রবার (২৪ নভেম্বর) কার্যকর চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ প্রথম দফায় গত সোমবার বাড়ানো হয়েছিল দুই দিন। সেই মেয়াদ শেষের আগে বুধবার মানবিক কারণে সেই বিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল আরও একদিন। সেই মেয়াদও শেষ হয়ে গেছে।

এদিকে যুদ্ধবিরতির সপ্তম এবং শেষ দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩০ ফিলিস্তিনি বন্দী। সর্বশেষ দফায় মুক্তিপ্রাপ্তদের অধিকাংশই শিশু-কিশোর। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে সর্বশেষ যুদ্ধবিরতিতে এসব বন্দীদের মুক্তি দেয়া হয়েছে।

বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার সকালে শেষ হয়, যদিও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা এর মেয়াদ বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলোচনা ক্রমেই আরও কঠিন হচ্ছে কারণ, হামাস ইতিমধ্যেই ৭ অক্টোবর অপহৃত বেশিরভাগ নারী ও শিশুদের মুক্তি দিয়েছে। তবে বেসামরিক পুরুষ ও আটককৃত ইসরায়েলি সৈন্যদের মুক্ত করাতে হামাস আরও উচ্চ মূল্য দাবি করবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে হামাসের হাতে এখনও ১৪০ জিম্মি বন্দী আছে।

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024