ড্রাইভিং লাইসেন্স ছাড়া মিলবে না নতুন মোটরসাইকেল

সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি মোটরসাইকেল কিনতে পারবেন না বলে নতুন একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মোটরসাইকেল কেনা-বেচা সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ বলছে, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ১ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখ থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আছে কিনা তা বিক্রেতাকে নিশ্চিত করতে হবে। অন্যথায় তাকে মোটরসাইকেলের জন্য রেজিস্ট্রেশন নম্বর দেয়া হবে না।

এছাড়া কোনো প্রতিষ্ঠান যদি তার কোনো কর্মকর্তা বা কর্মচারীর জন্য মোটরসাইকেল কিনতে চায় সেক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীর জন্য বরাদ্দপত্র ও তাদের ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র জমা দিয়েই মোটরসাইকেল কিনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

টাইমস/এসআই

Share this news on: