সিলেটে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের মতো সিলেটে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

এ উপলক্ষে রোববার সকালে সিলেট কোর্ট পয়েন্ট থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা টাওয়ার, আম্বরখানা, ওসমানী শিশু পার্কসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আবারও কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহন ব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে। যেটা সম্পূর্ণ অযৌক্তিক।

এ সময় রাস্তায় যানচলাচল বন্ধ করে দেন হরতালকারীরা। পরে তাদের বন্দরবাজার, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট এলাকায় পিকেটিং করেন।

হরতালে সরকারবিরোধী বড়দল ও সাধারণ মানুষের সমর্থন থাকলেও সাড়া না দেয়ায় স্বাভাবিক রয়েছে যানচলাচল। প্রতিদিনের মতো রোববার সকাল থেকেই রিকশাসহ অন্যান্য যানবাহন।

 

টাইমস/এইচইউ

Share this news on: