কাশ্মীরে আংশিক চালু টেলিফোন ও মোবাইল ইন্টারনেট সেবা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে টানা ১২ দিন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার পর শনিবার থেকে আংশিক চালু করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উপত্যকার প্রায় ৫০ হাজারের বেশি টেলিফোন লাইন সচল হয়েছে এবং জম্মু অঞ্চলের জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায় টু জি মোবাইল ইন্টারনেট পরিষেবা ফিরে এসেছে।

জানা গেছে, কাশ্মীরের শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে মাত্র সতেরোটি চালু করা হয়েছে। মধ্য কাশ্মীরের বদগাম, সোনামার্গ এবং মণিগাম অঞ্চলে ল্যান্ডলাইন পরিষেবাগুলি পুনরায় চালু করা হয়েছে। উত্তর কাশ্মীরের গুরেজ, টাঙ্গমার্গ, উরি কেরান কর্নাহ এবং তাংধর অঞ্চলে পরিষেবাগুলো চালু হয়েছে।

এছাড়া শ্রীনগরের, নাগরিকদের বসবাসের স্থান, ক্যান্টনমেন্ট এলাকা এবং বিমানবন্দর এলাকায় ল্যান্ডলাইনগুলি ফের চালু হয়েছে।

শুক্রবার জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই স্থানীয় স্কুলগুলো অঞ্চল অনুযায়ী চালু হবে এবং পর্যায়ক্রমে টেলিফোন পরিষেবাও সচল হবে।

৪ আগস্ট থেকেই জম্মু-কাশ্মীরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় টেলিফোন ও মোবাইল ইন্টারনেট। অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো উপত্যকা।

এমন পরিস্থিতিতেই ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার।

লাদাখ ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধিতার অভাব ও পার্লামেন্টে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার ফলে ভারতের লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই পাস হয়ে যায় বিলটি।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: