কাশ্মীরিদের অধিকার পুরোপুরি লঙ্ঘন হচ্ছে: মমতা

জম্মু-কাশ্মীর প্রশ্নে আবারও সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার সিদ্ধান্তে বিজেপি সরকারের সমালোচনা করেছেন তিনি।

এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।

সোমবার ‘বিশ্ব মানবিকতা দিবস’ উপলক্ষে একাধিক টুইট বার্তায় এসব কথা লিখেন তিনি।

মানবাধিকারের প্রশ্নে তিনি কোনও দিনই আপস করেননি বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, ‘মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের অত্যন্ত কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন এবং লকআপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’

কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিলুপ্তি ঘটিয়ে সে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়ার বিল সংসদে পাশ হওয়ার পর তার বিরোধিতা করেছিলেন মমতা।

আনন্দবাজার জানায়, মমতার দল তৃণমূল কংগ্রেস সংসদের দুই কক্ষেই সরব হয়েছিল বিজেপি সরকারের এই পদক্ষেপের বিরোধিতায়। বিলের ওপরে ভোটাভুটিতে অংশ না নিয়ে রাজ্যসভা এবং লোকসভা থেকে ওয়াকআউট করেছিল তৃণমূল।

 

টাইমস/এসআই

Share this news on: