এবার সোশ্যাল মিডিয়াতে কথা বলায় নিষিদ্ধ জাকির নায়েক

পিস টিভির প্রতিষ্ঠাতা ভারতের নাগরিক জাকির নায়েককে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলাও নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। দেশটির গণমাধ্যম মালয় মেইল বুধবার এ খবর দিয়েছে।

এর আগে মঙ্গলবার মালয়েশিয়ার যেকোনো সভা-সমাবেশে তার বক্তৃতা নিষিদ্ধ করা হয়।

মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি আব্দুল হামিদ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে সামাজিক মাধ্যমসহ সব প্ল্যাটফর্মেই বক্তব্য দেয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে জাকির নায়েককে।’

‘কেলানতানের ঘটনার পর জনমনে দ্বিধা ও অস্বস্তি কাজ করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঝামেলা এড়াতে তার বক্তব্য প্রদানে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে এই নির্দেশনা এসেছে। এটি অস্থায়ী। তবে পরিস্থিতির যদি পরিবর্তন না হয় তবে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে’- পুলিশ মহাপরিদর্শক বলেন।

মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন জাকির নায়েক। তিনি চীনা নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার কথা বলেন এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন বলে মন্তব্য করেন তিনি।

এরপরই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। মালয়েশিয়ার তিন মন্ত্রী তার স্থায়ী নাগরিকত্ব কেড়ে নেবার আহ্বান জানান।

আত্মপক্ষ সমর্থন করে জাকির নায়েক বলেন, প্রকৃতপক্ষে তিনি মোটেও বর্ণবাদী নন। সমালোচকরা তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা দিয়েছেন এবং তার বক্তব্যের সঙ্গে মনগড়া কথা যোগ করা হয়েছে।

এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, জাকির নায়েকের স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে। তবে যদি তিনি জাতির জন্য ক্ষতিকর কিছু করে থাকেন, আমরা তার এ অনুমতি বাতিল করতে পারি।

তিনি বলেন, জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এ মুহূর্তে পুলিশ তদন্ত করছে। যদি প্রমাণিত হয় তা হলে তার স্থায়ী আবাসিকতা বাতিল করা আমাদের জন্য জরুরি হয়ে পড়বে।

নিজের বক্তৃতা নিয়ে ২০১৬ সালে ভারতে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন জাকির নায়েক। সে সময় তার বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থাকে উসকে দেয়ার অভিযোগ তুলেছিল ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। বন্ধ করে দেয়া হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি।

অভিযোগ ওঠার পর ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যেতে বাধ্য হন জাকির নায়েক। ভারতে মামলা হওয়ার পর জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় তৎকালীন নাজিব রাজাক সরকার। এরপর থেকে তিনি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন।

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on: