মিয়ানমারে সংঘর্ষে ৩০ সেনা নিহত: বিদ্রোহী গোষ্ঠী

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সের বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে পৃথক ঘটনায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন।

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি তাদের এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। তবে দেশটির সেনাবাহিনীর তরফ থেকে এই তথ্য পুরোপুরি অস্বীকার করে বলা হয়েছে ‘এটা অসম্ভব’।

প্রতিবেদনটিতে বলা হয়, মঙ্গলবার উত্তরাঞ্চলের শান রাজ্যের কুতকাই উপশহরের লাশিও-মিউস মহাসড়কে অধিকাংশ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে। কোনো কোনো সংঘর্ষ টানা তিন থেকে চার ঘণ্টা ধরে চলে। তবে রাত ৮টার পর সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।  

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি বলছে, সংঘর্ষে সরকারি ৩০ সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: