বইমেলায় আসবে অভিনেত্রীর তিন বই

দর্শকপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানু। অভিনয়ের বাইরে লেখায় হাত পাকা তার। অবসরে লেখালেখিতে সময় পার করেন তিনি।

আসছে বইমেলায় শানুর আবির্ভাব হচ্ছে একজন সাহিত্যিক হিসেবে। একসঙ্গে মেলায় আসছে তার তিনটি গ্রন্থ। যার দুটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস।  

এরই মধ্যে বই তিনটির লেখা শেষ করেছেন তিনি। তবে কোন প্রকাশনী থেকে এসব প্রকাশিত হবে সেটি এখনো চূড়ান্ত জানাতে পারেননি অভিনেত্রী।

শানু জানিয়েছেন, তার লেখা তিনটি বইয়ের একটি ‘লিপস্টিক’ (উপন্যাস) মূলত নারীদের জীবনের গল্প নিয়ে লেখা। আর ‘প্রিয়তম মেঘ’ (কবিতা) বইটিতে থাকছে প্রেম বিরহের কবিতা।

তবে ফাঁকে শিশুদের উপযোগী একটি গল্পের বই লেখার পরিকল্পনাও করছেন শানু। এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।

এদিকে, সম্প্রতি ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় একটি কমেডি নাটকে অভিনয় করেছেন শানু। ‘ডিগ্রীধারী চান্দু মামা’ শিরোনামের ওই নাটকে আলতা বেগম চরিত্রে দেখা যাবে তাকে।

শানু

নাটকটি প্রসঙ্গেও বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন তিনি। শানু জানান,  ‘ডিগ্রীধারী চান্দু মামা’ একটি কমেডি ঘরানার নাটক। এখানে আমার চরিত্রটি বেশ মজার। দর্শক নাটকটি দেখে বেশ আনন্দ পাবেন।

এছাড়াও শানু অরন্য আনোয়ারের ‘ফুল এইচডি’ ধারাবাহিক নাটকে কাজ করছেন। এই নাটকটিতে তিনি সিলেটি ভাষায় অভিনয় করছেন।

এ প্রসঙ্গে শানুর ভাষ্য, কোনো ধারাবাহিকে এই প্রথম আমি সিলেটি ভাষায় কথা বলছি। নাটকটিতে মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় দারুণ উপভোগ করছি।

প্রসঙ্গত, ‘ডিগ্রীধারী চান্দু মামা’ নাটকটি বুধবার দুপুরের খবরের পর চ্যানেলে আইতে প্রচার হবে।

এছাড়াও শানু সাগর জাহানের ‘সোনার খাঁচা’ ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

তবে সর্বশেষ, ‘মিস্টার বাংলাদেশ’ শিরোনামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন শানু। এটি ছিল তার বড় পর্দায় প্রথম সিনেমা।

 

টাইমস/জেকে

Share this news on: