উচ্চমাত্রার শব্দ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়

একটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে, পরিবেশগত উচ্চমাত্রার শব্দ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। চলমান আমেরিকান হার্ট এসোসিয়েশনের উপস্থাপিত গবেষণা অনুযায়ী, উচ্চশব্দ মস্তিষ্কে চাপ সৃষ্টি করে এবং মস্তিষ্কের ক্রিয়াকলাপের বিঘ্ন ঘটায়।

উচ্চমাত্রার শব্দ সাধারণত হাইওয়ে ও বিমানবন্দর এলাকাগুলোতে লক্ষ্য করা যায়। গবেষণায় জানা গেছে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি উচ্চ শব্দের কারণে বাড়ে।

যুক্তরাষ্ট্রের বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষক আজার রাদফার বলেন, উচ্চমাত্রার শব্দ ও কার্ডিওভাসকুলার রোগের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের গবেষণার ফলাফলের পিছনে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে।

গবেষণায় দেখা গেছে, উচ্চমাত্রার সৃষ্ট শব্দ থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তিনগুণ বেশি ঝুঁকি থাকে। কারণ উচ্চ শব্দ রক্তচাপের প্রদাহকে হ্রাস করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়া উচ্চমাত্রার কলেস্টেরল, ধুমপান, ডায়াবেটিসের কারণেও কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বেশি থাকে।

 

 

 

Share this news on: