নির্বাচনে জামায়াতের প্রার্থিতা বহাল রাখল ইসি

যুদ্ধাপরাধে অভিযুক্ত ও নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ছাড়া সভায় আদালতের রায়ে দলীয় প্রার্থিতা বাতিল হওয়া আসনে বিএনপির দাবি অনুযায়ী পুনঃতফসিল বা বিকল্প প্রার্থী দেয়ার সুযোগের আবেদন নাকচ করা হয়েছে।

জামায়াতের ২৫ নেতার মধ্যে ২২ জন বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ও তিনজন স্বতন্ত্র হিসেবে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আবেদনের পাশাপাশি আদালতে রিট আবেদন করেন তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। আদালতের নির্দেশনা মেনে তিন কার্যদিবসের মধ্যে এই আবেদন নিষ্পত্তি করার বাধ্যবাধকতা ছিল ইসির।

কমিশনের এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইসি সচিব বলেন, 'সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থিতা চূড়ান্ত করেছেন। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কোনো আপিল হয়নি। এরই মধ্যে নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই।'

নির্বাচনে অংশ নেয়া জামায়াতের প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও-২ আসনে আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে মোহাম্মদ হানিফ, দিনাজপুর-৬ আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নীলফামারী-২ আসনে মনিরুজ্জামান মন্টু, নীলফামারী-৩ আসনে মোহাম্মদ আজিজুল ইসলাম, রংপুর-৫ আসনে অধ্যাপক গোলাম রব্বানী, গাইবান্ধা-১ আসনে মাজেদুর রহমান সরকার, সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান, পাবনা-৫ আসনে ইকবাল হুসাইন, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিয়ার রহমান, যশোর-২ আসনে আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হোসাইন, বাগেরহাট-৩ আসনে আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আসনে অধ্যাপক আবদুল আলীম, খুলনা-৫ আসনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে আবুল কালাম আযাদ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-১ আসনে শামীম সাঈদী, ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান, সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে হাবিবুর রহমান, কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আসনে আ ন ম শামসুল ইসলাম ও কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদ।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024