সারা দেশে নিরাপত্তা জোরদার

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাব-পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ টাইমসকে এমন তথ্য জানানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তবে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাব সদস্যরা ৭ নভেম্বর থেকে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নে টহল দিচ্ছেন। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহা-পরিদর্শক সোহলে রানাও জানিয়েছেন, পরিস্থিতি স্বাভবিক রাখার জন্য পুলিশও প্রস্তুত রয়েছে।

Share this news on: