সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে দুই জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু

পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জাহাজ ভাঙা কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার বাসিন্দা সাইফুল ইসলাম (২৬) এবং সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার মাসুদ আলম (২২)।

শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, গ্যাস কাটার দিয়ে জাহাজের তলদেশে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাইফুল ও মাসুদ। পরে অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজন হাসপাতালে ভর্তি আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন বলেন, বিষাক্ত গ্যাসে আক্রান্ত অসুস্থ দুজনকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ