কেন ভাঙছে সিদ্দিক-মিমের ৭ বছরের সংসার?

মারিয়া মিম। ঠিক আজ থেকে ৭ বছর আগে তিনি স্পেন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমানের জন্য। তার অভিনয়-নাটক দেখে বিদেশে প্রেমে পড়েছিলেন মারিয়া। তাই পাগল হয়ে বিয়ে করেছিলেন সিদ্দিককে।

তবে কে জানতো, সাত বছরের মাথায় বিষাদময় হয়ে উঠবে সেই সংসার? তাই হয়েছে! গত তিনমাস ধরে তারা আর একসঙ্গে থাকছেন না। দুই বাসায় একেবারে আলাদা থাকছেন তারা।

অবশ্য সিদ্দিক খুব চেয়েছিলেন বিষয়টি গোপন রাখতে। কিন্তু স্ত্রীর কারণে সেটা আর হলো না। গণমাধ্যমে সোমবার বিষয়টি ফাঁস করে দিলেন মারিয়া নিজেই। বললেন, আর এক হতে চান না তিনি।

তবে কী এমন ঘটেছিল, যার কারণে ভেঙে যায় সিদ্দিক-মারিয়ার সংসার? স্বামী সিদ্দিক এই বিষয়ে কিছু বলতে না চাইলেও সামান্য ইঙ্গিত দিয়েছেন স্ত্রী মারিয়া। বললেন, আমার স্বাধীনতা দারুণভাবে খর্ব করা হচ্ছে। কার্যত আমি পুরোপুরি পরাধীন। আমি কেন, কোন নারীই এইভাবে বন্দী জীবন পছন্দ করে না।

মিম অভিযোগ করে এও জানান, অনেক কারণেই একজন আরেকজনকে মেনে নিতে পারছেন না। মিম চান শোবিজে কাজ করতে, সিদ্দিক চান ঘরে রাখতে। মূলত সিদ্দিক নাকি নানাভাবে তাকে বাধা দেন।

সিদ্দিক ও মিম

মিম অভিযোগে এও বলেন, কিছুদিন আগে আমার একটি বিজ্ঞাপনে কাজ করার কথা ছিল। বিজ্ঞাপন পরিচালকও জানিয়েছিলেন, কয়েক দিন পর শুটিং শুরু হবে। তবে শুটিং-র আগেই কাজটি করে ফেলে অন্য কেউই! পরে মিম জানতে পারেন, তার পরিবর্তে অন্য এক মডেল দিয়ে বিজ্ঞাপনের কাজ শেষ করা হয়ে গেছে। এছাড়াও আরও অসংখ্য অভিযোগ মিম দেন সিদ্দিকের নামে। যার কারণে আর সংসার করতে চান না তিনি।

২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন পুত্রসন্তানের বাবা-মা হন তারা।

পুত্র ও নিজেকে নিয়ে মিম বলেন, বর্তমানে আমার একমাত্র পুত্র আরশ হোসেন তার বাবা সিদ্দিকের সঙ্গেই থাকছে। তবে সে দুজনের কাছেই থাকবে। আর আমি আমার পরিবারের (মা-বাবা) সঙ্গে থাকছি। এখানেই থাকবো।

 

টাইমস/জেকে/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
কবে, কোথায় আর কীভাবে শুরু হয়েছিল মা দিবস উদযাপন May 12, 2024
img
সন্ত্রাসী গোষ্ঠীগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে: পররাষ্ট্রমন্ত্রী May 12, 2024
img
মা দিবসে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি May 12, 2024
img
বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়ে হোয়াইটওয়াশ আটকাল জিম্বাবুয়ে May 12, 2024
img
বাইডেনের চিঠির ফলোআপ করতে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের May 12, 2024
img
১০ দিনে এলো ৮১ কোটি ডলারের রেমিট্যান্স May 12, 2024
img
৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে সৌদি সরকারের তাগিদ : স্বরাষ্ট্রমন্ত্রী May 12, 2024
img
চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন: গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন May 12, 2024
img
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন May 12, 2024
img
বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর May 12, 2024