বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর

শুধু স্থানীয় বাজারেই নয়, অধিকন্তু সমগ্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশের জন্য ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ মে) ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার ছাড়াও বাংলাদেশের একটি বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারকে ঘিরে বড় কেন্দ্রীয় বাজার হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

তিনি বলেন, ২০২৬ সালের পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের অঙ্গনে পা রাখবে।

এ ব্যাপারে তিনি ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য দেশটির জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে দক্ষিণ ইতালির সহায়তা কামনা করেন।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, “দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।”

তিনি তাদের সেই সুযোগগুলি খুঁজে বের করে তা ব্যবহার করার অনুরোধ জানান।

ইতালিসহ ইউরোপের দেশগুলোতে অবৈধ অভিবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশে যেন কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, এটা খুবই দুঃখজনক যে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টাকালে বাংলাদেশিসহ বহু মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, তাঁর সরকার সর্বোচ্চ প্রচেষ্টা নিচ্ছে, যাতে কেউ অবৈধভাবে কোনো দেশে না যায়।

তিনি বলেন, ‘এ লক্ষ্যে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছি।’

তিনি ইতালিকে বৈধ উপায়ে আরও বাংলাদেশি জনবল নেওয়ার অনুরোধ জানান।

শেখ হাসিনা ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ইতালির রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে প্রযুক্তি হস্তান্তর ও প্রতিরক্ষা ক্রয় এবং বিভিন্ন খাতে আধুনিকায়নে সহায়তা করতে চায়।

তিনি বাংলাদেশকে দ্বিতীয় স্যাটেলাইট প্রদানে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগ উন্মুক্ত করে দেয়ার জন্য বাণিজ্য বহুমুখীকরণের ওপর জোর দেন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় উভয়েই জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে একমত হন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
৬ দিন পরে আবারও শুরু ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি Oct 04, 2025
img
বাংলাদেশে এরকম মব কালচার ছিলো না : রুমিন ফারহানা Oct 04, 2025
img
আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীর কল্যাণেই টিকে থাকে পৃথিবীর ভারসাম্য Oct 04, 2025
img
জাকেরের রান না পাওয়া নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ দল: ফিল সিমন্স Oct 04, 2025
img
পরেশ রাওয়াল অভিনীত নতুন ছবির পোস্টার ঘিরে বিতর্ক! Oct 04, 2025
img
পদ হারালেন জামায়াতের ইউপি আমীর Oct 04, 2025
img
লোগো পাল্টালেই গণতান্ত্রিক হওয়া যায় না : জিল্লুর রহমান Oct 04, 2025
img
ব্যাটে-বলে সমান দাপট, মাইনর লিগে ম্যাচসেরা সাকিব আল হাসান Oct 04, 2025
img
৩৫ দিন পর রোববার খুলছে বাকৃবি Oct 04, 2025
img
রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও; বাংলাদেশ প্রশ্নে সবাই এক-অভিন্ন: আখতার হোসেন Oct 04, 2025
img
ড্রোন আতঙ্কে ফের বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর Oct 04, 2025
img
আমদানি-রপ্তানি বাণিজ্যে ভোগান্তি ও দুর্নীতি কমছে Oct 04, 2025
img
শহিদুল আলমের সাহসী পদক্ষেপ ‘বিবেকের গর্জন’: তারেক রহমান Oct 04, 2025
img
জিম্মি মুক্তির ইঙ্গিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ট্রাম্পের প্রশংসায় মোদি Oct 04, 2025
img
খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার Oct 04, 2025
img
টি-টোয়েন্টি সিরিজটা জিতেছি, এবার ওয়ানডের পালা: হাসান মাহমুদ Oct 04, 2025
img
সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত Oct 04, 2025
img
খুলনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Oct 04, 2025
img
সকালেই উষ্ণতা ছড়ালেন ফারিয়া, মাহির হাসিমাখা প্রতিক্রিয়া Oct 04, 2025
img
দুই ডেলিভারিতেই ‘বিশ্ব তারকা’ মারুফা Oct 04, 2025