মেক্সিকোতে হেলিকপ্টার দুর্ঘটনায় দুই জন নিহত

মেক্সিকোতে হেলিকপ্টার দুর্ঘটনায় এক নারী গভর্নর ও তার সিনেটর স্বামী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার কাছে এ ঘটনা ঘটে।

সোমবার বিকালে তাদের বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষন পরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্সের।

নিহত নারীর নাম মার্থা এরিকা আলোনসো তিনি পুয়েবলা রাজ্যের গর্ভনর ও বিরোধি দলের জৈষ্ঠ নেতা ছিলেন। তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো, তিনিও পুয়েবলা রাজ্যের সাবেক গর্ভনর ছিলেন।

হেলিকপ্টারটিতে গভর্নর আলোনসো ও সিনেটর মোরেনো, ক্যাপ্টেন রবের্তো কোপে ও ফার্স্ট অফিসার মার্কো আন্তনিও তাবেরা ছিলেন; হেলিকপ্টারটিতে পঞ্চম আরেক আরোহী ছিলেন বলে ধারনা করা হয়েছে।

মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী দুরাজো জানিয়েছেন, এই হেলিকপ্টারটি রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু পুয়েবলা বিমানবন্দর থেকে তিন নটিক্যাল মাইল দূরে সান্তা মারিয়া কোরানাঙ্গো শহরে বিধ্বস্ত হয়।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: