বুয়েটের শেরে বাংলা হলের নাম বদলে হয়েছে ‘শহীদ আবরার হল’

বর্তমানে আবরার ফাহাদ নামটি দেশের একটি আলোচিত নাম। গত ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে।

হঠাৎ করেই বদলে গেছে বুয়েটের সেই শেরে বাংলা হলের নাম। গুগল ম্যাপে সার্চ করলে হলটিকে এখন শহীদ আবরার হল হিসেবে দেখাচ্ছে।

এছাড়াও হলটির বিভিন্ন টয়লেটের নামকরণ করা হয়েছে আবরার হত্যায় অভিযুক্ত আসামীদের নামে। নাম বদলের পর গুগল ম্যাপে শেরে বাংলা হলের পাবলিক টয়লেটগুলোকে কিলার রাসেল পাবলিক টয়লেট, অমিত সাহা পাবলিক টয়লেট, কিলার রবিন পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, কিলার ফুয়াদ পাবলিক টয়লেট প্রভৃতি নামে দেখাচ্ছে।

এ বিষয়ে এক্সপার্ট আইটি সল্যুশনের সিও সাইফুল ইসলাম বাংলাদেশ টাইমসকে জানান, গুগল ম্যাপ থেকে এটি করা হয়েছে। স্টুডেন্টরা বা অন্য যে কেউ গুগলকে রিকোয়েস্ট করে এই পরিবর্তন করে থাকতে পারে। কোন এক্সপার্ট বা কে করেছে সেটা নির্দিষ্ট করে বলা মুশকিল।

উল্লেখ্য, আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি থাকতেন বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় ১০১১ নম্বর কক্ষে। গত ৬ই অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর রুমে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতা।

 

 

টাইমস/এনজে/এইচইউ

Share this news on: