নারায়ণগঞ্জে ৯ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৯ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও তিন একর জমি উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ সচিব মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ের এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার হামিদউল্লাহ, সার্ভেয়ার ইকবাল মাহমুদ প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ রেল স্টেশনের পশ্চিমপাশে রেলওয়ের প্রায় ৩ একর জায়গা দখল করে গড়ে তোলা একটি টিনসেড মার্কেট, ফলমূল, জুতা, রেডিমেইড জামাকাপড়, স্কুলব্যাগ প্রভৃতির দোকান এবং কাঁচাপাকা বস্তিঘরসহ ৯ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি জানান, রেলওয়ের দখল হওয়া প্রায় ১০ একর জায়গা আগামী তিন দিনে দখলমুক্ত করা হবে। সেইসঙ্গে অবৈধভাবে যেন আর কোনো স্থাপনা গড়তে না পারে সে জন্য কঠোর নজরদারি করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ