কক্সবাজার টেকনাফ সদরের ছোট হাবিবপাড়া এলাকায় একটি বসতঘর থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং এ/১ ক্যাম্পের রোহিঙ্গা নারী ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক দেশের একটি গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছোট হাবিবপাড়ায় হাসিনার মায়ের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও সহযোগী মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়।
অভিযানে ইয়াবার পাশাপাশি একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
এমকে/এসএন