ব্রিটেনে লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব ইংল্যান্ডের এসেক্সে একটি লরি থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩৮ জন প্রাপ্ত বয়স্ক ও একজন কিশোর রয়েছে।

বুধবার সকালে এসেক্সের ওয়াটারগ্লাড শিল্প পার্ক এলাকায় একটি থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানায় বার্তা সংস্থা এএফপি ও হাফিংটন পোস্ট।

হত্যার সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের প্রধান সুপারিন্টেনডেন্ট অ্যান্ড্রু মারিনার বলেন, এটা একটি মর্মান্তিক ঘটনা। যেখানে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে। কী ঘটেছিল, তা জানতে আমাদের তদন্ত চলছে।

তিনি বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছে। ১৯ অক্টোবর শনিবার হলিহেড থেকে সেটি ব্রিটেনে ঢোকে। এ ঘটনায় তদন্ত করতে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। ট্রাক চালককে আটক করে হাজতে নেয়া হয়েছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: