নেপালের ২০টি পানিবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ

নেপালের ২০ পানিবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ।

এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) প্রকাশিত দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ অক্টোবর নেপাল-বাংলাদেশ টেকনিক্যাল কমিটির চতুর্থ বৈঠকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেপালের পানিবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের বিনিয়োগের বিষয়টি উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শরিফা খাতুন এবং নেপাল দলের নেতৃত্ব দেন দেশটির শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নবরাজ ঢাকাল।

 

টাইমস/এইচইউ

Share this news on: