‘এর চেয়ে বেশি বলা বারণ!’

নায়িকা তমা মির্জা। বেশ কিছুদিন ধরেই মানিকগঞ্জের পুরোনো এক জমিদারবাড়িতে দেখা মিলেছে তার। তবে কী কারণে সেখানে তিনি, তা জানাতেই চাইছেন না এ নায়িকা। অবশেষে এবার সেই বিষয়ে মুখ খুললেন তমা।

বললেন, জমিদার বাড়িতে শুটিং করছেন তিনি। তবে এই বাড়িটি সকলের কাছে ‘সতুবাবুর বাড়ি’ নামেই বেশি পরিচিত। তমা বলেন, পরিচালক শাহনেওয়াজ কাকলী সম্প্রতি এখানে নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম ‘ফ্রম বাংলাদেশ’।

কাজ প্রসঙ্গে তমা আরও বলেন, বেশ কিছুদিন ধরেই ছবিটির কাজ করছি। তবে পরিচালক সিনেমা নিয়ে কথা বলতে নিষেধ করেছেন! তাই এতদিন গণমাধ্যমে মুখে কুলূপ এঁটেছিলাম। তবে এখন জানানোর অনুমতি মিলেছে। ছবির কাজ এরইমধ্যে অনেকদূর এগিয়েছে। এতে আমার চরিত্রের নাম সুফিয়া। বেশ চ্যালেঞ্জিং একটা চরিত্র। এই ছবির কাহিনীতে আলাদা এক সাসপেন্স দেখতে পাবেন দর্শকরা।

তমা

তবে আর বেশি কিছু আর জানাতে চাই না এখন। কারণ, এর চেয়ে বেশি বলা বারণ আছে পরিচালকের!

‘ফ্রম বাংলাদেশ’ছবির গল্পে যতটুকু জানা যায়, এই ছবির গল্পের মূল প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। কিন্তু ছবির কোথাও সরাসরি মুক্তিযুদ্ধ নেই। তবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোনো এলাকার এক হিন্দু পরিবারের বাড়ির ভেতরে কী পরিস্থিতির তৈরি হয়েছিল, তা নিয়ে গল্প লিখেছেন মিশু মিলন। পরে সেই গল্প থেকে চিত্রনাট্য লিখে পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী।

জানা যায়, সেই বাড়ির ৮০ বছর বয়সের বৃদ্ধা কাননবালা। তার চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার।

বাকি কাজ কবে শুরু হবে, এমন প্রশ্নে তমা মির্জা আরো বলেন, আগামী মাসে এতে আমার বাকি কাজ শুরু হবে। আউটডোরে বেশি কাজ হচ্ছে। এই ছবিতে আরো অভিনয় করছেন গাজী আবদুন নূর। তিনি ছাড়াও ‘ফ্রম বাংলাদেশ’-এ রয়েছেন আশীষ খন্দকার, মৌসুমী নাগ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তমালিকা কর্মকারসহ অনেকে।

তমা জানিয়েছেন, এই ছবিটিতে ব্যতিক্রমী গল্প আর ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি।

 

টাইমস/জেকে

Share this news on: