সোনার ছেলেরা অপরাধ করলে সরকার প্রটেকশন দেয়: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা দেখেছি, সরকারের সোনার ছেলেরা অপরাধ করলে সেই অপরাধকে প্রটেকশন দেন এ সরকার বা সরকার প্রধান। নাটোরের সানাউল্লাহ নুর বাবু হত্যাকারীদের বিচার হয়নি। নাটারের গামা হত্যাকারীদের ফাঁসি হয়েছিল, আসামিরা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছেন। খবরের কাগজে বেরিয়েছে, এই আওয়ামী লীগের আমলে ৩৪/৩৫ জন হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে, তারা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছে। অর্থাৎ অপরাধীরা প্রটেকশন পায় সরকারের কাছ থেকে।

শনিবার ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে এ কথা বলেন তিনি। আবরার হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘বিশ্বজিতকে যারা হত্যা করেছে, তাদেরও কিন্তু কিছু হয়নি। একের পর এক খুন, একের পর এক হত্যা, এই হত্যার সাথে এই সরকার দলীয় যারা জড়িত, তারা কোনো না কোনোভাবে রেহাই পেয়ে যাচ্ছে।’

সরকারের 'শুদ্ধি অভিযান' সম্পর্কে রিজভী বলেন, ‘আজকে হঠাৎ করে টাকার খনি, ডলারের খনি, ক্যাসিনোর খনি। ১০ বছর কিছুই হল না, এখন হচ্ছে কেন? এ নিয়ে জনমনে বড় বড় প্রশ্ন দেখা দিয়েছে। কেউ বলেন গৃহ বিবাদ, কেউ বলেন অন্য কোনো বিষয় আছে। আমরা এ ব্যাপারে কিছু বলতে চাই না। আমরা বলতে চাই, দুর্নীতি করা নিশ্চয় অপরাধ। সবচাইতে বড় দুর্নীতি হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে দিনের ভোটকে রাতে করা। এই মহাদুর্নীতির বিচার আগে হওয়া উচিৎ।’

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে রিজভী বলেন, ‘তার এই চরম শারীরিক অবস্থার জন্য দায়ী আজকের প্রধানমন্ত্রী, তার ক্ষোভ, তার প্রতিহিংসা। তার রাষ্ট্রক্ষমতায় ভোগ দখলের জন্য আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধুকে ধুকে জেলখানায় আছেন। দেশনেত্রী হাসপাতালে আছেন, তার চিকিৎসা নাই। তার আত্মীয়-স্বজনরা বলছেন, দেশনেত্রী মুক্ত হলে তিনি সিদ্ধান্ত নেবে। তারা দেশের বাইরে নিয়ে যাবে, দেশের মধ্যে বা বাইরে যেখানে উন্নতমানে চিকিৎসা হয় তারা করাবেন। পরিবারের এই আকুতি আজকে সরকারের কানে ঢোকে না।’

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার। যে প্রদীপ জ্বলে উঠার আগেই এই স্বৈরাচারী সরকার তাকে নিভিয়ে দিল তার ছাত্রলীগ বাহিনী দিয়ে। যারা হত্যা করেছে, এই হত্যাকারীদের শুধু ধরলেই হবে না, তাদের প্রত্যেককে দৃশ্যমান ফাঁসি দিতে হবে। হত্যাকারীর পরিবারের প্রত্যেকটা সদস্যদের আমি বিচার চাই। কারণ যারা এই সন্তানদের জন্ম দিয়েছে, লালন-পালন করেছে, অবশ্যই তারা দায়-দায়িত্ব রাখে।’

আফরোজা আব্বাস বলেন, ‘গণতন্ত্রের অপর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া।  আজকে তিনি কারাগারে মানে গণতন্ত্র কারাগারে। তাকে অবশ্যই আমাদের মুক্ত করে আনতে হবে।’

 

টাইমস/এসআই

 

 

Share this news on: