রংপুরে কলেজছাত্রীকে হাত-পা বেঁধে অপহরণের সময় আটক চার

রংপুর নগরীতে হাত-পা, মুখ বেঁধে মাইক্রোবাসে তুলে এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের সময় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় নগরীর সাহেবগঞ্জ-হারাগাছ সড়কের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী ওই কলেজছাত্রী রংপুর নগরীর ৮নং ওয়ার্ডের চাঁদকুটি এলাকার বাসিন্দা ও হারাগাছ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আটককৃতরা হলেন- হারাগাছ পৌর এলাকার নিউ কাজীপাড়া কসাইটারী মহল্লার তৈয়ব আলীর ছেলে শুকুর আলী (১৭), আইয়ুব আলীর ছেলে নাসিম মাহমুদ (১৭), মৃত মফিজ উদ্দিনের ছেলে আলম মিয়া (২৭) এবং কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে মাইক্রোবাসচালক মনারুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে হারাগাছ পৌর এলাকার হাজিরপাড়া মহল্লার মৃত আনোয়ারুল ইসলাম পেয়ারার ছেলে আসাদুজ্জামান শুভ (২২) ওই কলেজছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিল। এতে কলেজছাত্রী রাজি হয়নি। এ নিয়ে একাধিকবার থানা পুলিশসহ স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। শনিবার রংপুর থেকে প্রাইভেট পড়া শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে সন্ধ্যার দিকে শুভর লোকজন একটি মাইক্রোবাস ভাড়া করে সাহেবগঞ্জ-হারাগাছ সড়কের বটতলা কলেজছাত্রীর পথরোধ করে। এ সময় অটোচালকের গলায় ছুরি ধরে কলেজছাত্রীকে অটো থেকে নামিয়ে হাত-পা ও মুখ বেঁধে অপহরণের চেষ্টা করা হয়। তখন অটোচালক চিৎকার দিলে পাশের ইটভাটার শ্রমিকরা এগিয়ে এসে চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। নগরীর হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

হারাগাছ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শুভর কথামতো কলেজছাত্রীকে অপহরণ করতে চেয়েছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় হারাগাছ থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: