নির্বাচন বিষয়ে মেননের বক্তব্যের ব্যাখ্যায় ১৪ দল সন্তুষ্ট: নাসিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের জন্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার রাজধানীর ধানমণ্ডিতে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, মেননের বক্তব্য কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, গতকাল তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। মেনন তার দুঃখ প্রকাশের মাধ্যমে ভ্রান্তি দূর করেছেন। এজন্য ১৪ দল সন্তুষ্ট।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও ১৪ দলের নির্বাচনী বিশ্লেষণে একমত পোষণ করেছেন রাশেদ খান মেনন। এছাড়াও তিনি তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি ১৪ দলের ঐক্য অটুট রাখতে চান। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট।

এসময় নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, জঙ্গি দমন করেছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত, বিচার সবক্ষেত্রেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান উপস্থিত ছিলেন।

গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন

নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: বক্তব্যের ব্যাখ্যা দিলেন মেনন

আমি শিগগির চিঠির জবাব দেব: মেনন

 

টাইমস/এইচইউ

Share this news on: