সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।

র‌্যাবের দাবি, নিহত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি তারা।

মাহমুদুল হাসান মামুন বলেন, একদল লোক ‘মহাসড়কে ডাকাতি’ করার জন্য ছোট কুমিরা এলাকায় অবস্থান নিয়েছে খবর পেয়ে র‌্যাবের একটি দল গভীর রাতে সেখানে অভিযানে যায়। র‌্যাব সদস্যরা পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন আত্মরক্ষার জন্য গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

তিনি জানান, পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ১২ রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: