চ্যানেল নাইনের এমডি কারাগারে

চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পী আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত তিনি।

মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান এনায়েতুর রহমান বাপ্পী। বিচারক শেখ নাজমুল আলম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী আমিনুল গণী টিটো তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদনে করেন।

এনায়েতুর রহমান বাপ্পীকে একই বিচারক গত ২১ অক্টোবর দুই বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছিলেন।

দুদকের এ মামলার রায়ে ওইদিন এক নম্বর আসামি বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন বিচারক।

এছাড়া মামলার আরেক আসামি গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা জরিমানা করে আদালত। বাপ্পী ও সাদেককে রায়ে পলাতক দেখানো হয়।

 

 

টাইমস/এসআই

 

Share this news on: