সাকিবের নিষেধাজ্ঞায় শোবিজ অঙ্গনের তারকাদের আবেগঘন স্ট্যাটাস

জুয়াড়িদের কাছ থেকে তিন বার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) কর্তৃপক্ষকে না জানানোয় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের ক্রিকেট নক্ষত্র অল রাউন্ডার সাকিব আল হাসনাকে।

তবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তার সাজা কমিয়ে এক বছরের করেছে আইসিসি।

এদিকে সাকিবের নিষেধাজ্ঞায় স্তম্ভিত পুরোদেশ। পাশাপাশি ব্যথিত সাকিবের খেলার সঙ্গীরা। একই প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। সাকিবের শাস্তি ঘোষণা হওয়ার পরে শোবিজ অঙ্গনে অনেকেই এ নিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শোবিজের জনপ্রিয় অভিনেত্রী নুসারত ইমরোজ তিশা লিখেন, তুমি আমাদেরকে অনেক আনন্দের মুহূর্ত উপহার দিয়েছো, গোটা দেশকে এক করেছো, একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছো, একই বেদনায়। আমরা তোমার সঙ্গেই আছি, সাকিব আল হাসান।

শোবিজের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমও সাকিবের নিষেধাজ্ঞায় ব্যথিত হয়েছেন। সোশ্যাল সাইটে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, এটা সত্যিই অনাকাঙ্খিত। শক্ত হও এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসো।

একই ব্যথায় মঙ্গলবার বিকেলে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, বাংলাদেশ তোমার সঙ্গেই আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম যেহেতু ‘বাংলাদেশ’ শব্দ দিয়ে শুরু হয়েছে, তাই দেশকে তোমার সঙ্গেই থাকতে হবে! জাতীয় স্বার্থের বেলায় ব্যক্তিগত বিরোধকে আমাদের বড় করে দেখা উচিত না। মনে রাখবেন সাকিব কোনো অপরাধ করেনি। বরং অপরাধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে সে বিষয়টি গোপন রেখে ভুল করেছে। আর এর জন্য তাকে বড় কোনো শাস্তি দেয়া ঠিক হবে না।

মডেল-উপস্থাপিকা মারিয়া নূর তার ফেসবুক পেজে লিখেছেন, সাকিব ম্যাচ ফিক্সিং করে নাই। সে প্রস্তাব পেয়েছিলো, কিন্তু ফিরিয়ে দেয়। আইসিসিকে জানায় নাই!- এটাই তার ভুল!

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুকে লিখেন, সাকিব তুমি রাজার খেলা রাজার মত খেলেছো। তুমি যা খেলেছো দেশের জন্য, রাজা সমর্থক প্রজারা তোমার মত রাজার অনুগত থাকবে, কথা দিলাম।

প্রসঙ্গত, আইসিসি’র দুর্নীতিবিরোধী আইনের ২.৪.৪ ধারা ভঙ্গ করার কথা স্বীকার করায় সাকিবকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাকিবের বিরুদ্ধে যে ৩ অভিযোগ আনা হয়েছে:

২০১৮ সালের আইপিএল কিংবা একই বছরের জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসিকে না জানানো।

ওই ত্রিদেশীয় সিরিজে জুয়াড়ির কাছ থেকে দ্বিতীয় একটি অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও চুপ থাকা এবং সেটা আইসিসির সংশ্লিষ্ট দপ্তরকে না জানানো।

২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কিংস এলেভেন পাঞ্চাবের মধ্যকার ম্যাচে ফিক্সারদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরও চুপ থাকা।

এদিকে তিনটি অভিযোগই মেনে নিয়েছেন সাকিব। শাস্তি নিয়ে সাকিব আইসিসি’র সঙ্গে একমত পোষণ করেছেন। ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ফের মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা এই অল রাউন্ডার।

 

টাইমস/জেকে

Share this news on: