কিশোর আসামির হাইকোর্টে জামিন আবেদন

হাইকোর্টে জামিন আবেদন করেছেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক কিশোর আসামি। জামিনের আবেদনকারী ওই মামলার অভিযোগপত্রে ৮ নম্বর আসামি।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ১৫ অক্টোবর নিম্ন আদালতে জামিন চেয়ে আবেদন করলে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে ২৭ অক্টোবর হাইকোর্টে আবেদন করে সে। এর আগে ৫ জুলাই রিফাত হত্যা মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

কিশোর আসামির আইনজীবী মো. ছগির হোসেন জানান, আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। আসামি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বয়স ১৪ বছর। সে শিশু। এসব যুক্তিতে জামিন আবেদনটি করা হয়।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করেন সন্ত্রাসীরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওই দিন বিকালে মারা যান রিফাত শরীফ। পরের দিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

 

টাইমস/এসআই

Share this news on: