রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহীতে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহীর বিশেষ দায়রা জজ আদালত-১ এর বিচারক মোসাম্মৎ ইসমত আরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কবির হোসেন (৩২)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় গ্রামের বাসিন্দা।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ৪ মার্চ ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন কবির। পুলিশ এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: