চবির শাটল ট্রেনে ভর্তি পরীক্ষার্থীর বাবার মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে শাটল ট্রেনে শহরে ফেরার পথে মৃণাল (৫০) নামে এক অভিভাবকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরগ্রামী শাটল ট্রেনে তার মৃত্যু হয়।

তার বাড়ি সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে। তিনি চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রেলওয়ে কলোনিতে থাকতেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জানা গেছে, মৃণালের মেয়ে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন। বুধবার 'সি' ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার পর শহরের উদ্দেশে রওনা হতে তিনি ও তার মেয়ে শাটল ট্রেনে ওঠেন। এই সময়ে ট্রেনে ছিল অতিরিক্ত ভিড়, সেই সঙ্গে ছিল গরম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন ছাড়ার আগেই মৃণাল অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ট্রেনের ভিতরে বসা অবস্থায় উনার খারাপ লাগা শুরু করে। লোকজন উনাকে বিশ্ববিদ্যালয় স্টেশনে নামায়। সেখানেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

 

টাইমস/এইচইউ

Share this news on: