কেরানীগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে ফুফুদের জমি আত্মসাতের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে পৈতৃক জমির অংশ থেকে পাঁচ বোনকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে তাদের ভাইয়ের দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় জিডি করেছেন বোনদের একজন।

সোমবার কেরানীগঞ্জ দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন আমেনা বেগম। জিডি নম্বর ১২৯৫।

আমেনা বেগম জানান, কেরানীগঞ্জ দক্ষিণ থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী পাইনা রাধা নগরের মৃত আফতাব উদ্দিন প্রায় ৬১ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক ছিলেন। তার পাঁচ মেয়ে ও এক ছেলে। তাদের নাম রুপবান বেগম, মরিয়ম বেগম, আমেনা বেগম, জামিনা, কামিনা বেগম ও মরহুম আকবর  আলী।

তিনি আরও জানান, ঢাকা জেলা প্রশাসক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ করছে। মৃত আফতাব উদ্দিনের মেয়েরা লোক মুখে জানতে পেরেছেন তার বাবার রেখে যাওয়া পশ্চিমদী মৌজার জমি, যার আর এস দাগ নং ১৩২৮ অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে নোটিশ দিয়েছে।

ভুক্তভোগীরা জানায়, এ খবর শুনে রোববার আফতাব উদ্দিনের মেয়েরা সেই জমিতে যায়। এই  সময় তারা পৈতৃক জমির ভাগ দাবি করলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেয় মৃত আকবর আলীর ছেলে হারুন-অর রশিদ ও ইব্রাহিম।

মরিয়ম বেগমের ছেলে মোস্তাক রহমান জানান, তার মামাতো ভাই ইব্রাহিম ও হারুন ওই ৬১ শতাংশ জমি তাদের নামে নামজারি করেছে। যেখানে মৃত আকবর আলীর কোনো বোনের নাম নেই।

এই জমির ন্যায্য হিস্যা পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে ইব্রাহিমের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ টাইমসকে বলেন, 'জমি আত্মসাতের অভিযোগ পুরোপুরি মিথ্যা। আমরা কারো সম্পত্তি ভোগ-দখল করি নাই।'

এই বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) কামরুল হাসান বাংলাদেশ টাইমসকে বলেন, ‘আমি বুধবার সেই সাধারণ ডায়েরি হাতে পেয়েছি। এখনই বিষয়টি তদন্ত করে অতি দ্রুত ব্যবস্থা নেব।’

 

টাইমস/টিআর/এসআই

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024