ছাত্রদলের নতুন কমিটিতে স্থান পেতে বিবাহিতদের অনশন

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে ‘আমরণ অনশনে’ বসেছেন বিবাহিত নেতারা। বিয়ের কারণে সংগঠনের কাউন্সিলে প্রার্থী হওয়ার সুযোগ বঞ্চিত হয়েছিলেন তারা।

বুধবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাদুর বিছিয়ে বসে আছেন বিগত কমিটির ২০-৩০ জন নেতা।

অনশনরত বিগত কমিটির স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান বলেন, ‘আমাদের ছাত্রদলের পেছনে অনেক ত্যাগ রয়েছে। বিবাহিতরা ছাত্রদলের কাউন্সিলে অংশ নিতে পারবে না বলে আমাদের বাদ দেয়া হয়েছে। আমরা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের দাবি না মেনে যদি কমিটি গঠন করা হয়, তা আমরা মেনে নেব না।’

গত ৩ জুন ছাত্রদলের কমিটি ভেঙে দিয়ে নতুন কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। সঙ্গে নতুন বিধি হিসেবে বিবাহিত এবং ২০০০ সালের আগে এইচএসসি পাস করাদের প্রার্থী হওয়ার সুযোগ না থাকার কথা জানানো হয়। এতে ছাত্রদলের অনেক পরিচিত মুখ বাদ পড়ে যান।

গত ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিলে ফজলুল রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারাই এখন ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন।

অনশনে ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে বাবুল আখতার শান্ত, কামাল আহমেদ, সানোয়ার আলম, মাইনুল ইসলাম, মাহমুদুল আলম শাহিন, শিহাবুর রহমান, বেলাল হোসেন, মাহফজুল ইসলামসহ অনেকের নাম মাইকে ঘোষণা করা হয়।

 

টাইমস/এসআই

Share this news on: