স্ত্রীকে হত্যার পর গণপিটুনিতে নিহত স্বামী (ভিডিও)

স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন স্বামী। কিন্তু গ্রামবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে। তারপর গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে উত্তেজিত গ্রামবাসী।

বুধবার ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলার এক গ্রামে এ ঘটনা ঘটেছে। গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম নাসির কুরেশি (৪০)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, নাসির কুরেশি তার স্ত্রী আফসারিকে (৩৫) মঙ্গলবার কোনো এক সময় কুপিয়ে হত্যা করেন। পরদিন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন।

আফসারির পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন, নাসিরের স্ত্রী তার মায়ের বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নাসির রেগে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে আফসারি মাটিতে লুটিয়ে পড়েন। আফসারিকে বাঁচাতে গিয়ে আহত হন তার মা ও বোন।

ফতেহপুরের ডেপুটি পুলিশ সুপার শ্রীপাল যাদব বলেন, নাসির কুরেশির বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যা অভিযোগ করেছেন গ্রামবাসীরা। পরে গ্রামের উত্তেজিত জনতা তাকে ধাওয়া করে ধরে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যা করে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে সন্দেহভাজন পাঁচ গ্রামবাসীকে শনাক্ত করেছে ফতেহপুর জেলা পুলিশ। পুলিশ ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ধরে তদন্ত শুরু করেছে।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে ধরে রাস্তার ওপর ফেলে লাঠিসোটা দিয়ে মারধর করছেন গ্রামের উত্তেজিত জনগণ। এ সময় অনেক মানুষ চারদিকে দাঁড়িয়ে নাসিরকে পিটিয়ে হত্যার দৃশ্য দেখেন। আবার অনেকে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ এবং মরদেহের কাছে গিয়ে সেলফিও তোলেন।

টাইমস/এইচইউ

Share this news on: