অনুপ্রবেশের অভিযোগে ভারতে ৩৪ জন ‘বাংলাদেশিকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে সেদেশের পুলিশ। এর মধ্যে দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছেন ২৮ জন এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন ছয়জন।
তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ বলেছে, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন।
দিল্লি পুলিশের দাবি, দক্ষিণ-পূর্ব জেলা থেকে গ্রেপ্তার ২৮ জনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সবাই বাংলাদেশি নাগরিক এবং তাদের কাছে ভারতে প্রবেশ বা বসবাসের বৈধ নথি মেলেনি। বর্তমানে ২৮ জনকে একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। সেখানে থেকেই তাদের প্রত্যাবাসনের জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া চালানো হবে।
আর পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, মুর্শিদাবাদের রানীনগর ও ডোমকল থানা এলাকা থেকে পৃথক অভিযানে ছয়জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় ছয় মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং কেরালায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। তাদের বাড়ি রাজশাহীর সাহারাগাছি এলাকায়।
আইকে/টিকে